জাবিতে ছাত্রলীগ নেতাকে মারধর তদন্ত কমিটি
জাবি প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের উপ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসান ইমনকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের ১২৬ নম্বর কক্ষে নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সোমবার শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. বাবুল হোসেন রনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উপ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক জাহিদ হাসান ইমনের ওপর নির্যাতনের সত্যতা নিরূপণের জন্য চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো এবং তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত রিপোর্ট বাংলাদেশ ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আকতারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান লিটনের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
তদন্ত কমিটির সদস্যরা হলেন : শাখা ছাত্রলীগের সহ-সভাপতি শাহরিয়ার আকাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক লেনিন মাহবুব ও সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন।
