সিদ্ধিরগঞ্জে ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর ওপর এ ঘটনা ঘটে। রাত নয়টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ নিহতের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি। পুলিশ নিহতের পকেটে থাকা ২ হাজার ২৫০ টাকা উদ্ধার করেছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কাঁচপুর সেতুর ওপর দুই অজ্ঞাতনামা ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে ওই ব্যক্তির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরের আল বারাকা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি পুলিশ তদন্ত করছে। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।
