Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ডিএসইর সূচক কমছেই লেনদেন ৫শ কোটি টাকার নিচে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শেয়ারবাজারে নিুমুখী ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবারও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৯টি কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে মূল্যসূচক কমেছে ১০ পয়েন্ট। এ ছাড়াও টানা কয়েকদিন পর্যন্ত লেনদেন ৫শ কোটি টাকার নিচে রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন বাজারের প্রতি বিনিয়োগকারীদের আস্থাহীনতায় এই অবস্থা তৈরি হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে মঙ্গলবার ৩০২টি কোম্পানি ৯ কোটি ৪৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৪৯৭ কোটি ১৭ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ৩৮টি কোম্পানির শেয়ারের, কমেছে ১০৯টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রডসূচক আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে ৬ হাজার ২৬২ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে ২ হাজার ১৩৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই শরীয়াহ সূচক দশমিক শূন্য ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩৫৬ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৭৬ হাজার কোটি টাকায় নেমে এসেছে।

শীর্ষ দশ কোম্পানি : মঙ্গলবার ডিএসইতে যে সব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে সেগুলো হলো-লাফার্জ হোলসিম, সোনালি পেপার, দেশবন্ধু পলিমার, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সি পার্ল রিসোর্ট, রিপাবলিক ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিএনআইসিএল এবং প্রভাতি ইন্স্যুরেন্স। ডিএসইতে মঙ্গলবার যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-দেশবন্ধু পলিমার, রেনউইক যজ্ঞেশ্বর, নদার্ন ইন্স্যুরেন্স, এনটিসি, ফাইন ফুডস, প্রিমিয়ার সিমেন্ট, লিব্রা ইনফিউশনস, সি পার্ল রিসোর্ট, বিডি অটোকারস এবং মনোস্পুল পেপার। অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো-ইউনিয়ন ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, ডিজিআইসি, কর্ণফুলি ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, মিরাকেল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ফিডস এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম