মুন্সীগঞ্জে আবাসিক ভবনে বিস্ফোরণ, নারী শিশুসহ দগ্ধ ৪
যুগান্তর প্রতিবেদন, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মুন্সীগঞ্জ শহরের একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণে শিশু ও নরীসহ ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকার থানা কাউন্সিল মোড়ের একটি ভবনের পাঁচ তলায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন রিজভী আহমেদ (৪৫), তার মা সাহিদা বেগম (৬৫), স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও আড়াই বছরের শিশু রায়ান। তাদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিস্ফোরণের সঠিক কারণ জানা না গেলেও বৈদ্যুতিক ত্রুটি বা কোনো যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানা গেছে, ভবনটির নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। দগ্ধ রিজভী মুন্সীগঞ্জ সদর হাসপাতালের নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রাম (ওসিসি) কর্মকর্তা। তিনি ওই ভবনে পরিবারসহ বাসা ভাড়া থাকতেন।
প্রতিবেশীরা জানান, বিকট শব্দে আতঙ্কে ঘুম থেকে উঠে দেখি আমাদের ফ্ল্যাটের দরজা-জানালা সব ভেঙে গেছে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আবু ইউসুফ বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক এসএম ফেরদৌস জানান, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। এক বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক ছিল।
