Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আইসিইউতে বিএনপি নেতা খন্দকার মোশাররফ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে। মঙ্গলবার অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্যের অবনতি হলে বৃহস্পতিবার রাতে কেবিন থেকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে যুগান্তরকে জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন সার্বিক খোঁজখবর রাখছেন। দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

এর আগে খন্দকার মোশাররফ হোসেন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলে ১৮ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিওথেরাপি নেন। দুই মাসের বেশি সেখানে চিকিৎসাসেবা নেওয়ার পর ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন। এরপর থেকে দলটির এই সিনিয়র নেতাকে মাঠের রাজনীতিতে দেখা যায়নি। যদিও তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় নিয়মিত অংশ নিয়েছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম