আড়াইহাজার আওয়ামী লীগ
দুই গ্রুপের দ্বন্দ্বে ছাত্রলীগ নেতাকে গুলি
যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে ফের উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। এর জেরে ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান তুষারকে শুক্রবার সন্ধ্যায় গুলি করেছে প্রতিপক্ষ। গুলিটি তার বাম হাঁটুর নিচে বিদ্ধ হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
তুষার মোবাইল ফোনে জানান, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে সোহেল মেম্বার গংয়ের সঙ্গে তাদের বিরোধ চলছিল। এরই জেরে সম্প্রতি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ারকে রাতের আঁধারে কোপানো হয়। আমিসহ স্থানীয় অনেকেই এ ঘটনার প্রতিবাদ করি। এ নিয়ে থানায় মামলাও হয়েছে।
তিনি অভিযোগ করেন, এরই জেরে সোহেল, তার ভাই সাইফুল ও মাসুদের হাতে থাকা পিস্তল দিয়ে আমাকে হত্যার উদ্দেশে গুলি চালায়। আমি জীবন নিয়ে শঙ্কায় রয়েছি। যে কোনো সময় আমাকে হত্যা করা হতে পারে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
