Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যের আহ্বান

বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, দুর্নীতির বিরুদ্ধে শপথ পাঠ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’-এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে র‌্যালি, আলোচনা সভা, দুর্নীতির বিরুদ্ধে শপথ পাঠসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি থেকে স্মার্ট বাংলাদেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : গাজপুরের শ্রীপুরে সভায় প্রধান অতিথি ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান অসীম বিভাকর। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সম্পাদক সাঈদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল মামুন, দুর্নীতি দমন কমিশন গাজীপুরের উপসহকারী পরিচালক মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, যুগান্তরের সাংবাদিক আব্দুল মালেক, শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ। কেরানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা আলী শিমুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ ফয়সল বিন করিম। বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বাবুল হোসেন, সম্পাদক জহির উদ্দিন মিলন। সিরাজদিখানে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও সাব্বির আহম্মেদ। দুর্নীতি বিরোধ কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, রশুনিয়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ। টঙ্গীবাড়ীতে সভায় সভাপতিতত্ব করেন ইউএনও মু. রাসেদুজ্জামান। উপস্থিত ছিলেন উপজলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, মহিলাবিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোশারফ হোসেন। নবাবগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন শিক্ষাবিদ মানবেন্দ দত্ত, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম মাস্টার। উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্না, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন, অ্যাডভোকেট একেএম নাসির উদ্দীন। কালিয়াকৈরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন গাজীপুর জেলার সমন্বয়ক সেলিম মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ, আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল দিলওয়ার হোসেন, প্রধান শিক্ষক আলকাস উদ্দিন আহম্মেদ।

নবীগঞ্জে উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি অধ্যাপক তনুজ রায়ের সভাপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও অনুপম দাস অনুপ। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) গোলাম মুর্শিদ। গফরগাঁওয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. কেএম এহছান অ্যাডভোকেট। বক্তব্য দেন ইউএনও আবিদুর রহমান, ওসি মো. ফারুক আহাম্মদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল বাসার। দাকোপে মানববন্ধন শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুব্রত রঞ্জন রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও জয়দেব চক্রবর্তী। বক্তৃতা করেন, ডা. আমিনুল ইসলাম, ডা. হুমায়ুন কবির নয়ন, সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়। পিরোজপুরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান। দুদক পিরোজপুর জেলা অফিসের উপ-পরিচালক শেখ গোলাম মাওলার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম, এনএসআই কর্মকর্তা আব্দুল কাদের, দুপ্রক সভাপতি মনিরুজ্জামান নাসিম। জামালপুরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শফিউর রহমান। বক্তব্য দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় কুমার সাহা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মাসুম আলম খান। খালিয়াজুরীতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও এম. রকিবুল হাসান। উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেপী রায়, স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. মিথিলা সরকার। গৌরীপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মতিউর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুব হাসান। বাগেরহাটে সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, দুদকের উপ-পরিচালক শাহরিয়ার জামিল, জেলা পরিষদের প্রধান নির্বাহী ঝুমুর বালা। ডুমুরিয়ায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইউএনও শরীফ আসিফ রহমান। বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম আশিষ মোমতাজ। টাঙ্গাইলে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিশনের উপপরিচালক মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি দেবাশীষ কুমার দেব, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ প্রমুখ। ভান্ডারিয়ায় সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আ. রশিদ হাওলাদারের সভাপতিত্বে বক্তব্য দেন ইউএনও মো. ইয়াসিন আরাফাত রানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার। ভালুকায় ইউএনও এরশাদুল আহামেদের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের সভাপতি শওকত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম। লালমোহনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম দুলালের পরিচালনায় সভায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া। নবীনগরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও তানভীর ফরহাদ শামীম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। দু’প্রক সদস্য আব্বাস উদ্দিন হেলাল উপস্থাপনায় বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, প্রেসক্লাব সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী শ্যামল। বরিশালে সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী। দুর্নীতি দমন কমিশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল গফফারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন প্রমুখ। খুলনায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ। বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. নিজামুল হক মোল্যা, দুর্নীতি দমন কমিশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনি মোহন সাহা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। হবিগঞ্জে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক দেবী চন্দ। পরে মানববন্ধনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি। দুদকের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। নেত্রকোনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সংগঠনের সভাপতি আলী আমজাদ খানের সভাপতিত্বে ও সংগঠনের সম্পাদক নাজমুল কবীর সরকারের সঞ্চালনায় মানববন্ধন হয়েছে। বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাহেদ পারভেজ, সাবেক সিভিল সার্জন সাহেদ উদ্দিন স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফুর রহমান, পৌর মেয়র নজরুল ইসলাম প্রমুখ। ধোবাউড়ায় সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউএনও নিশাত শারমিন, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মার্শেল চিছাম, সদস্য শামসুল হক মৃধা। আগৈলঝাড়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব.) মো. লিয়াকত আলী হাওলাদারের সভাপতিত্বে দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, ইউএনও মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ। নান্দাইলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাবিবুর রহমান ফকিরের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক কামরুল হুদার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও অরুণ কৃষ্ণ পাল। পাইকগাছায় অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএমএম আজহারুল ইসলাম। রাজৈরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশিম সেপাহীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউএনও উপমা ফারিসা, সহকারী কমিশনার (ভুমি) মো. সাইফুল ইসলাম, ওসি আলমগীর হোসেন। মোরেলগঞ্জে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শাহ-ই আলম বাচ্চু। ইউএনও এসএম তারেক সুলতানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ড. মো. রুহুল আমীন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. কুদ্দুস। কালকিনিতে বক্তব্য দেন ইউএনও উত্তম কুমার দাশ, প্রধান শিক্ষক বিএম হেমায়েত হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু হরিপদ দাশ, সম্পাদক রেখা খানম। ফুলপুরে বক্তব্য দেন ইউএনও এম সাজ্জাদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, ওসি আবুল খায়ের। কেন্দুয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান ভূঞার পরিচালনায় সভা হয়েছে। বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ইউএনও কাবেরী জালাল, সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন। কমলগঞ্জে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। ইউএনও জয়নাল আবেদীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন। দেওয়ানগঞ্জ ইউএনও শেখ জাহিদ হাসান প্রিন্সের সভাপতিত্বে দুপ্রকের সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ সভা পরিচালনা করেন। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মো. ইমরান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নারায়ন চন্দ্র সাহা, সহ-সভাপতি শাজাহান আকন্দ। মুলাদীতে মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউএনও মো. নিজাম উদ্দীন। উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) হাসনাত জাহান খান, মহিলাবিষয়ক কর্মকর্তা সাহান আরা আফরোজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান। ভোলায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর পারভীন আকতার। সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক আরিফুজ্জামান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রিপন কুমার সাহা, দুদকের সহকারী পরিচালক মো. রুবেল হাসান, নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান। দৌলতখানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ শ.ম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাখাওয়াত হোসেন সোহাগের সঞ্চালনায় ইউএনও বক্তব্য দেন পাঠান মো. সাইদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মুন্নি ইসলাম, দুদক বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবুল কাইয়ুম হাওলাদার। ত্রিশালে মানববন্ধন শেষে ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয় অডিটোরিয়ামে সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইউএনও জুয়েল আহমেদ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম, ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, বাসাস কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক খোরশিদুল।

কাঁঠালিয়ায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু। উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিমের পরিচালনায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আনোয়ারা বেগম। বকশীগঞ্জে ইউএনও অহনা জান্নাতের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বী, উপজেলা প. প. কর্মকর্তা ডা. আজিজুল হক, কৃষি কর্মকর্তা জুবায়ের রহমান। ডামুড্যায় সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশগুপ্তর সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মাসুদ আহমেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামান শেখ। ছাতকে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিনের পরিচালনায় ইউএনও গোলাম মুস্তাফা মুন্নার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম