Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সালাম দিয়ে ছিনতাই গ্রেফতার চক্রের ৭ সদস্য

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হঠাৎ করেই ওরা সালাম দেয়। এমনকি আগ বাড়িয়ে আলাপ জমানোর চেষ্টাও করে। কিন্তু কিছুক্ষণ পরই ওদের আসল চেহারা বেরিয়ে আসে। অস্ত্রের মুখে ছিনিয়ে নেয় টাকা কিংবা মোবাইল ফোন। অভিনব কৌশলে ছিনতাইয়ে জড়িত এই ‘সালাম পার্টি’র সাত সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা হলেন সজল সিদ্দিক, আবুল হোসেন, রফিকুল ইসলাম সবুজ, মো. আরেফিন, মো. আমির আলী, মোমিন প্রামাণিক ও মো. শাহিন।

শনিবার রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, সম্প্রতি মতিঝিল এলাকায় জিএম শাখাওয়াত হোসেন নামের এক ব্যাংক কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হন। ৪ ডিসেম্বর র‌্যাংকিন স্ট্রিট এলাকায় একদল ছিনতাইকারী তাকে হঠাৎ সালাম দেয়। পরে অস্ত্রেরমুখে তার কাছ থেকে ২৪ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। ঘটনার পর শাখাওয়াত হোসেন ওয়ারী থানায় মামলা করেন। পরে মামলার তদন্তে নামে ডিবি।

আরও বলেন, গ্রেফতার চক্রের সাত সদস্যদের মধ্যে তিনজনকে মগবাজার এলাকায় হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেফতার করে ডিবি। চক্রের দলনেতা সজলের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এছাড়া অন্যরাও একাধিক মামলার আসামি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম