Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গুচ্ছ ভর্তিতে আরও তিন বিশ্ববিদ্যালয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগামী বছর থেকে এসব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ভর্তি করতে পারবে। এতে আসন্ন শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জিএসটি গুচ্ছে দুটি এবং একটি কৃষি গুচ্ছ পদ্ধতির প্রক্রিয়ায় যুক্ত হবে। ইউজিসির সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছর ১ আগস্ট এই বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমোদন দেয় ইউজিসি। এরমধ্যে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এতে কৃষি ও মৎস্য অনুষদে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এছাড়া সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিএসটি ভর্তি প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে। এতে সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে গণিত, পদার্থ, রসায়ন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পাশাপাশি পিরোজপুর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর যুগান্তরকে বলেন, নতুন অনুমোদন পাওয়া বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদাভাবে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এই তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া গুচ্ছ পদ্ধতি অনুসরণ করা হবে।

বর্তমানে জিএসটি গুচ্ছ ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত। নতুন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর যুক্ত হলে এর সংখ্যা হবে ২৪টি। আর কৃষি গুচ্ছ সাজানো আছে ৮টি বিশ্ববিদ্যালয় নিয়ে। কৃষি গুচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে এর মোট সংখ্যা হবে ৯টি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম