Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলার প্রস্তুতিতে আমলাতন্ত্রই বড় বাধা: ড. মেহেদী আহমেদ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দেশে বড় ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবিলায় শর্টটাইম (স্বল্পমেয়াদি) ও লংটাইম (দীর্ঘমেয়াদি) রোডম্যাপ করা জরুরি। ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় সচেতনতা তৈরিতে ২০-২৫ বছরে প্রচুর অর্থ খরচ করা হলেও প্রস্তুতিতে তেমন কোনো কাজ হয়নি। সরকারি প্রতিষ্ঠানগুলোতে গলদ আছে। আমলাতান্ত্রিক জটিলতাই এক্ষেত্রে বড় বাধা বলে জানান বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী। শনিবার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে করণীয় নিয়ে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ‘ভবন মালিকদের দায়িত্বশীলতাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারে’ শীর্ষক ছায়া সংসদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকদের পরাজিত করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হন। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক শাহরিয়ার অনির্বাণ ও স্থপতি সাবরিনা ইয়াসমিন মিলি। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের ক্রেস্ট, ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

অধ্যাপক ড. মেহেদী আহমেদ আরও বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সবাই আমলা। সেখানে কোনো ইঞ্জিনিয়ার বা জিওলজিস্ট নেই। রাজউকে এখনো অনিয়ম রয়ে গেছে। এখানে দুর্নীতি হচ্ছে। টাকা ছাড়া কোনো কাজ হয় না। ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেমের (ইসিপিএস) মাধ্যমে রাজউকের নকশার অনুমোদন শুরু করা ইতিবাচক। এক্ষেত্রে এখনো স্বচ্ছতার অভাব রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম