ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের দাবি
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্বাধীনতার পর থেকে কয়েক হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হলেও ইবতেদায়ি মাদ্রাসা একটিও জাতীয়করণ করা হয়নি। উপরন্তু শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে প্রাথমিক শিক্ষায় বৈষম্য বাড়ছে। এসব বৈষম্য দূর করতে হলে ইবতেদায়ি প্রাথমিক শিক্ষা জাতীয়করণের বিকল্প নেই। শনিবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান ইবতেদায়ি শিক্ষা উন্নয়ন বাংলাদেশের নেতারা।
সংগঠনের নেতা হাফেজ মাওলানা আহমাদ আলীর সভাপতিত্বে ও মো. রেজাউল হকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামি শিক্ষা উন্নয়নের সভাপতি অধ্যক্ষ ড. একেএম মাহবুবুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য দেন ড. আব্দুল লতিফ মাসুম, ড. মো. নজরুল ইসলাম আল মারুফ প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে সব রেজিস্ট্রার ইবতেদায়ি মাদ্রাসাকে এমপিও বিল প্রদানের আওতাভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানান। পাশাপাশি বন্ধ রাখা উপবৃত্তি অবিলম্বে চালুরও উদাত্ত আহ্বান জানান।
