Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

উর্দুভাষীদের পুনর্বাসনসহ ৬ দফা দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের উচ্ছেদ করা বন্ধ করে পুনর্বাসনসহ ৬ দফা দাবি জানিয়েছেন এসপিজিআরসি বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে ওই দাবি জানান সংগঠনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন এসপিজিআরসি বাংলাদেশের সভাপতি এম শওকত আলী, সহ-সভাপতি, এসকে গোলাম জিলানী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, আইনবিষয়ক উপদেষ্টা মো. আইয়ুব, চট্টগ্রাম বিভাগের জোনাল সেক্রেটারি সোহেল আক্তার খান, খুলনা জোনের সেক্রেটারি হুমায়ুন কবীর প্রমুখ।

লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি এম শওকত আলী বলেন, বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ১৩টি জেলায় ৭০টি ক্যাম্পে উর্দুভাষী জনগোষ্ঠী মানবেতর জীবন-যাপন করে আসছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম