সোনারগাঁ ও ফতুল্লায় দুই লাশ উদ্ধার
যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ ও ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নিখোঁজ হওয়ার ছয় দিন পর সোনারগাঁয়ে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া আদমপুর বাগ এলাকার একটি পুকুর থেকে ওই মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত ওই মাদ্রাসা ছাত্রের নাম-আরাফাত মিয়া (১১)। সে ভারগাঁও কাজিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়াশোনা করত।
এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা কম্বলে মোড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ফতুল্লার মুন্সিবাগ এলাকার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে অতিরিক্ত মাছির ভনভনানি থেকে পথচারীদের দৃষ্টি যায় কম্বলে মোড়ানো বস্তুটির দিকে। তখন বিষয়টি থানায় জানালে পুলিশ এসে মোড়ানো কম্বল খুলতেই বেরিয়ে আসে জিন্স প্যান্ট ও কালো গেঞ্জি পরা হাত-পা বাঁধা যুবকের লাশ। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি নুরে আজম জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। লাশের বুকে একাধিক ছুরিকাঘাতের জখম রয়েছে। ধারণা করা হচ্ছে লাশটি সড়কের পাশে ফেলে রাখা হয়েছে।
