বেগম রোকেয়া দিবস পালন
বিভিন্ন স্থানে জয়িতাদের সংবর্ধনা
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে শনিবার বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য জয়িতা নারীদের সম্মাননা দেওয়া হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : মুন্সীগঞ্জ সিরাজদিখানে ৫ জন সফল নারীকে জয়িতা পুরস্কার দেওয়া হয়। তারা হলেন ছায়া ঘোষ, সুলতানা আক্তার, মমতাজ বেগম, রওশন আরা বেগম ও চৈতি দেবনাথ। ইউএনও সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ। স্বাগত বক্তব্য দেন মহিলাবিষয়ক কর্মকর্তা গোল রওসান ফিরদৌস। নবাবগঞ্জে সেরা জয়িতারা হলেন সায়মা রহমান তুলি, প্রাণ তুলসি সরকার, অনুমিতা মন্ডল, মায়া রানী বাউল ও ইন্দ্রানী গোস্বামী। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল হালিমের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু। কালীগঞ্জে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. আজিজুর রহমান। বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন। এ সময় গাজীপুর জেলার সেরা জয়িতা নুসরাত কবিরকে সম্মাননা দেওয়া হয়। বরিশালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। জেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতারা হলেন, আফসানা হক তুলি, সেলিনা আকতার, শাহানারা বেগম, প্লাবনী ইয়াসমিন ও জাকিয়া বেগম। সদরে সেরা জয়িতারা হলেন সোবিয়া আক্তার সাঈদ, রুমা বেগম, তামান্না আক্তার নিপা ও ফিরোজা বেগম।
