কালিয়াকৈরে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়াকৈরের মৌচাক ইউনিয়নের আজুলিপাড়ায় খলিলুর রহমানকে (৫০) প্রতিবেশী লিয়াকত আলী (৩৩) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার রাত আটটার দিকে আজুলিপাড়ার ইটের রাস্তার ওপর এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাত সাড়ে ৯টায় খলিলুর রহমানের মৃত্যু হয়। ওই ঘটনায় নিহতের ভাই আব্দুর রাজ্জাক বাদী হয়ে কালিয়াকৈর থানায় হত্যা মামলা করেন। নিহত খলিলুর রহমান উপজেলার আজুলীপাড়ার মৃত-আব্দুল হক সওদাগরের ছেলে। প্রতিবেশী লিয়াকত আলী একই এলাকার সামছুল মণ্ডলের ছেলে। পরিবার ও স্থানীয় পুলিশ সূত্র জানায়, খলিলুর রহমানের সঙ্গে শুক্রবার রাতে লিয়াকত আলীর তুচ্ছ ঘটনা নিয়ে বিতর্ক হয়।
এক পর্যায়ে লিয়াকত আলী ধারালো একটি দা দিয়ে খলিলুর রহমানকে কোপ দিলে খলিলুর রহমান মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত লিয়াকতসহ জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
