Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

শ্রীপুরে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে আ.লীগের কর্মিসভা

নৌকার প্রার্থীর সমালোচনা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শ্রীপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ-সদস্য ইকবাল হোসেন সবুজের সমর্থনে কর্মিসভা করেছে পৌর আওয়ামী লীগ। শনিবার শ্রীপুর পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আলহাজ ধনাই ব্যাপারী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান সংসদ-সদস্য এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। শ্রীপুর পৌর আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ, যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাফি উদ্দিন মোড়ল ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান। সভায় বক্তারা অনুষ্ঠানের প্রধান অতিথি স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের পক্ষে কাজ করার অঙ্গীকার করে তার জন্য ভোট প্রার্থনা করেন। বক্তব্যে নেতারা নৌকার প্রার্থীর সমালোচনাও করেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির হিমু নৌকার প্রার্থীর সমর্থকদের উদ্দেশ করে বলেন, ‘নৌকা পেয়েছেন ভালো কথা, বেশি লাফালাফি কইরেন না, তাহলে নৌকা ডুবে যাবে।’ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী নৌকা দেননি তাতে দুঃখ নেই, নেত্রীর অনুমতি নিয়েই স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছি।’

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম