Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

১৪ দলীয় জোটের বৈঠক

সমঝোতায় তাড়া শরিকদের, সময় চায় আ.লীগ

সমঝোতা হওয়া আসনে শরিকরা নৌকা প্রতীকে নির্বাচন করবে-ইনু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৪ দলের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেনি আওয়ামী লীগ। রোববার রাতে জোটের শীর্ষ নেতাদের বৈঠক শেষ হয়েছে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ছাড়াই। এ বৈঠকেও শরিক দলের শীর্ষ নেতারা যত দ্রুত সম্ভব আসন সমঝোতা চূড়ান্ত করার দাবি জানিয়েছিলেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে আরও দু-এক দিন সময় চাওয়া হয়েছে। বৈঠক সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ৪ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন ১৪ দলের নেতারা। ওই বৈঠকে আগামী নির্বাচন জোটগতভাবে করার বিষয়ে ঐক্যমত হন তারা। তবে সেখানে জোটের আসন সমঝোতা নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কয়েকজন নেতাকে এ বিষয়ে দায়িত্ব দেন। প্রধানমন্ত্রীর করে দেওয়া ১৪ দলের আসন সমন্বয় টিম রোববার রাতে বৈঠক করে। রাত ৯টার পর সংসদ ভবনের মির্জা আজম এমপির কার্যালয়ে এ বৈঠক চলে রাত ১০টা পর্যন্ত। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জাতীয় পার্টি-জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাত হোসেন, গণআজাদী লীগের এসকে সিকদার প্রমুখ। বৈঠক শেষে রাশেদ খান মেনন বলেন, ১৪ দলীয় শরিক দলের আসন নিয়ে আলোচনা হয়েছে। যে যার বক্তব্য ও চাহিদা বলেছেন। আওয়ামী লীগ নেতারা শুনেছেন। তারা সময় চেয়েছেন। এখনও সমঝোতা হয়নি। পরে আলোচনা করে সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ। তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে একটি বিষয় আলোচনা হয়েছে, সেটা হচ্ছে সিট সমঝোতা। তারা (আওয়ামী লীগ) বলেছে আলোচনা করবে। আমার কাছে মনে হয়েছে তারা এখনো তালিকা প্রস্তুত করতে পারেনি।

হাসানুল হক ইনু বলেন, অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করেছি। ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করবে। জোটগত সমঝোতা হওয়া আসনে শরিকরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবে। তিনি আরও বলেন, আসন বণ্টনের বিষয়টি এখনো তারা বিবেচনা করছেন। আজকে আওয়ামী লীগের পক্ষ থেকে আসন বণ্টনের বিষয়টি চূড়ান্ত করা সম্ভব হয়নি। তারা আরও দু-এক দিন সময় চেয়েছেন। দু-এক দিনের মধ্যে চূড়ান্ত করলে জোটের প্রার্থীদের তালিকা আমরা দেশবাসীকে জানাতে পারব। রাজনৈতিকভাবে ১৪ দল একসঙ্গে আছে, একসঙ্গে নির্বাচন করবে। তিনি জানান, আওয়ামী লীগের সঙ্গে জোটগত আসনগুলো ছাড়া বাকি আসন উন্মুক্ত থাকবে। প্রতিটি দল তাদের প্রতীকে নির্বাচন করবে। তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, আমি আগেই বলেছি, জোটের চার শরিক দলের প্রধানের আসন মোটামুটি চূড়ান্ত। এখন আলোচনা হলো-তাদের সঙ্গে নতুন করে যারা যুক্ত হবেন, তাদের নিয়ে। চাহিদা অনেক থাকলেও আমরা লিস্ট শর্ট করে দিয়েছি। তারা (আওয়ামী লীগ) বলছে, পরে জানাবে। দলীয় সূত্র জানায়, বৈঠকে শরিক দলের নেতারা এবারের নির্বাচনে আসন বাড়ানোর দাবি জানান। বিশেষ করে যে কয়েকটি শরিক দলের সংসদের প্রতিনিধিত্ব রয়েছে, তারা বর্তমান এমপিদের বাইরে আরও দু-একটি আসন বেশি দেওয়ার দাবি করেন। তবে এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম