Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আদম তমিজি হককে রিহ্যাবে পাঠাল ডিবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হককে পুনর্বাসন কেন্দ্রে (রিহ্যাব সেন্টার) পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখার পর মানসিকভাবে ঠিক পাওয়া গেলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় তার উন্মাদনামূলক কর্মকাণ্ড উদ্দেশ্যপ্রণোদিত কি না তা তদন্তে বের করা হবে। রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, আদম তমিজি হকের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে দক্ষিণখান থানায় একটি মামলা হয়েছে। এছাড়া রমনা থানায় তার নামে ওয়ারেন্ট ইস্যু রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলেছেন। তিনি যে দেশে খেয়েপরে মানুষ হয়েছেন, তার ব্যবসা প্রতিষ্ঠান যে দেশে আছে সেই দেশেরই পাসপোর্টটা সামাজিক যোগাযোগমাধ্যমে এসে পুড়িয়ে ফেলেছেন। তিনি ইসরাইলকে আহ্বান জানিয়েছেন তাকে বাংলাদেশ থেকে উদ্ধার করার জন্য। মার্কিন মেরিন সেনাকে বলেছেন, সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

অতিরিক্ত কমিশনার হারুন বলেন, তমিজি অনেক বিয়ে করেছেন, পারিবারিক অনেক সমস্যা রয়েছে। বিভিন্ন কারণেই মনে হয়েছে তিনি ভারসাম্যহীন। যার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাকে রিহ্যাবে পাঠিয়েছি। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে যদি মানসিকভাবে ঠিক পায় তখন জিজ্ঞাসাবাদ করা হবে। আর যদি চিকিৎসকরা বলেন তিনি পুরোপুরি ভারসাম্যহীন, তাহলে আমাদের কিছু করার নেই। শনিবার রাজধানী গুলশানের বাসা থেকে আদম তমিজিকে গ্রেফতার করে ডিবি। এর আগে ১৬ নভেম্বর র‌্যাব তাকে গ্রেফতারের জন্য অভিযান চালালেও সেদিন গ্রেফতার করেনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম