ছাত্রলীগের সভাপতি শোভন সম্পাদক রাব্বানী
ঢাবি ও ঢাকার দুই মহানগরেও নতুন নেতৃত্ব
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সম্মেলনের দীর্ঘ আড়াই মাস পর নতুন নেতৃত্ব পেল কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সভাপতি হয়েছেন মো. রেজানুল হক চৌধুরী শোভন এবং সাধারণ সম্পাদক হয়েছেন গোলাম রাব্বানী। এর আগে শোভন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য এবং রাব্বানী শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিন মাস পর নতুন নেতৃত্ব পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকার দুই মহানগর শাখা ছাত্রলীগ।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতাবলে আগামী ২ বছরের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করেছেন। মঙ্গলবার সভানেত্রীর পক্ষে ছাত্রলীগের এ কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হয়েছেন সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসাইন। ঢাকা মহানগর (উত্তর) সভাপতি হয়েছেন মো. ইব্রাহিম ও সাধারণ সম্পাদক হয়েছেন সাইদুর রহমান হৃদয়। ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি হয়েছেন মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. জোবায়ের আহমেদ।
কেন্দ্রীয় ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নবনির্বাচিত চার নেতাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। এদের মধ্যে কেন্দ্রীয় সভাপতি মো. রেজানুল হক চৌধুরী শোভন ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্র। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ২০০৭-০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র। তার গ্রামের বাড়ি মাদারীপুর।
আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস জগন্নাথ হলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র। এর আগে তিনি ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে একাধিক দায়িত্বে ছিলেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে। ঢাবির সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র এবং কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক উপ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি স্যার এ এফ রহমান হলের ছাত্র। তার গ্রামের বাড়ি পঞ্চগড়।
নতুন নেতৃত্ব নির্বাচন ছাড়াই ১১ ও ১২ মে ছাত্রলীগের দু’দিনব্যাপী ২৯তম জাতীয় সম্মেলন শেষ হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মেলন হয় ২৯ এপ্রিল এবং ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সম্মেলন হয় যথাক্রমে ২৫ ও ২৬ এপ্রিল। ২০১৫ সালের ২৫ ও ২৬ জুলাই ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় দিনে সাইফুর রহমান সোহাগকে সভাপতি ও এসএম জাকির হোসাইনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। এর আগে ২০১৫ সালের ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন শেষে ১৮ জুন আবিদ আল হাসানকে সভাপতি এবং মোতাহার হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। ২০১৫ সালের ২৮ মে ঢাকা মহানগর উত্তরের সম্মেলন শেষে ৩০ মে মিজানুর রহমানকে সভাপতি ও মহিউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক করে শাখাটির ৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর দক্ষিণে ৩০ মে সম্মেলন শেষে ওই দিনই বায়েজিদ আহমেদ খানকে সভাপতি ও সাব্বির হোসেনকে সাধারণ সম্পাদক করে শাখাটির ৮ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
