ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক
১১টি প্রস্তাব অনুমোদন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
৫০ হাজার মেট্রিক টন গম আমদানিসহ ১১টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ৩ হাজার ৪১ কোটি টাকা ব্যয় হবে। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। সভা শেষে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
৫০ হাজার মেট্রিক টন গম আমদানির সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডকে অনুমোদন করা হয়েছে। সিঙ্গাপুর এ গম সরবরাহ করবে। প্রতি মেট্রিন টন ৩০৩ মার্কিন ডলার হিসাবে ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলার ব্যয় হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে ১৬৬ কোটি ৭৫ লাখ টাকা। প্রতি কেজি গমের দাম ৩৩ টাকা।
এছাড়া সভায় মহেশখালী তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল ব্যবহারের ক্ষেত্রে সামিট এলএনজি টার্মিনাল-২ কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে নেত্রকোনায় বেসরকারি উদ্যোগে ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। ২০ বছরে উদ্যোক্তা প্রতিষ্ঠানের কাছ থেকে উৎপাদিত বিদ্যুৎ ক্রয়ে ১ হাজার ৬৪১ কোটি টাকা ব্যয় হবে। কনসোর্টিয়াম অব প্যারাগন পোলট্রি লিমিটেডের সঙ্গে ২০ বছর মেয়াদে ৫০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ‘নো ইলেক্ট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি সম্পাদনের অনুমোদন দিয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে ওই কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.১৩২৮ টাকা হিসাবে আনুমানিক ১ হাজার ৬৪১ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে।
গাইবান্ধার পাঁচপীর বাজার-চিলমারীর তিস্তা নদীর ওপর নির্মাণাধীন সেতু ও মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া চট্টগ্রাম বন্দরের কনটেইনার স্থানান্তরের ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীন জিসিবি এলাকায় পাঁচ বছরের জন্য খালি কনটেইনার স্থানান্তর কাজে ঠিকাদার নিয়োগের ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। দরপত্রে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান সাইফ পাওয়াটেক লিমিটেড কনটেইনার স্থানান্তরের কাজে নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য ৯৬ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ৮০৫ টাকা ব্যয় হবে।
