ইন্টারনেট সংযোগ না থাকায় শাহজালালে ফ্লাইট বিপর্যয়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সারা দেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট সেবা বন্ধ রয়েছে। বৃহস্পতিবার রাত ৯টা থেকে সৃষ্ট এ পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন দেশি বিদেশি হাজার হাজার যাত্রী। ফ্লাইট শিডিউল লন্ডভন্ড হয়ে পড়েছে। ইন্টারনেট সেবা না থাকায় ফ্লাইট চেকিং, বোর্ডিং পাশ ইসু, ইমিগ্রেশন সংক্রান্ত সব ধরনের সেবা বিঘ্নিত হচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, মহাখালবছতে অবস্থিত মোবাইল ডাটা সেন্টার আগুনে ক্ষতিগ্রস্থ হওয়ায় সারা দেশে সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এটি কখন চালু হবে বলা যাচ্ছে না। এ অবস্থায় বন্ধ হওয়া ফ্লাইটগুলো চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিমানে গ্রাইন্ড হ্যান্ডলিং শাখা সূত্রে জানা গেছে বিমানের পাশাপাশি অন্য কোনে এয়ারলাইন্সকে তারা গ্রাউন্ড সার্ভিস দিতে পারছে না। এ অবস্থায় আজ (বৃহস্পতিবার) রাতে ১২ থেকে ১৫টি ফ্লাইটের চলাচল অনিশ্চিত হয়ে পড়েছে। এ অবস্তায় ৫ থেকে ৬ হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। তবে ফিরতি ফ্লাইটগুলোর সেবা পেতে কোনো সমস্যা হচ্ছে না।
