সাভারে গো-প্রজনন ও দুগ্ধ খামারে শতবর্ষী গাছ কর্তন
যুগান্তর রিপোর্ট, সাভার
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
যশোরে শতবর্ষী গাছ কাটার বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা জারির দুই দিন পরেই সাভারে কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারে কোনো অনুমোদন বা টেন্ডার ছাড়াই ছুটির দিনে সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারের ভেতরে প্রায় শতবর্ষী একটি কাঁঠাল গাছ কেটে ফেলেন কর্তৃপক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক ডেইরি ফার্মের কয়েকজন ব্যক্তি জানান, কোনো ধরনের টেন্ডার ছাড়াই শুক্রবার দুপুরে কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সৌরেন্দ্রনাথ সাহা (কাঞ্চনের) নির্দেশে একটি শতবর্ষী কাঁঠাল গাছ কেটে ফেলেন শ্রমিকরা। তবে সরকারি প্রতিষ্ঠানে গাছ কাটতে হলে আগে টেন্ডার দিতে হয় বলে ফার্মের কয়েকজন জানান। স্থানীয়দের অভিযোগ, সাভার কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামার দুর্নীতির আখড়া। গরুর দুধ বিক্রির টাকা নিয়েও অনেক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের উপ-পরিচালক লুৎফর রহমান বলেন, গাছটি মরে গেছে তাই টেন্ডার ছাড়াই কাটা হয়েছে। এছাড়া আগামী ২৪ তারিখে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আসবেন তাই তার আগমন উপলক্ষেই মরা গাছটি কেটে ফেলা হয়েছে। কাটা গাছটি কেন্দ্রীয় গো-প্রজনন দুগ্ধ খামারের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. সৌরেন্দ্রনাথ সাহা (কাঞ্চনের) ড্রাইভার রেজাউল করিমকে দেয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ব্যাপারে উপ-পরিচালক লুৎফর রহমান বলেন, আপাতত কাটা গাছ ডেইরি ফার্মের ভেতরেই রাখা হচ্ছে কাউকে দেয়া হচ্ছে না।
