শেকড় ছেঁড়ার শব্দ-২
পারভেজ আহসান
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চৈতন্যের শিষে কীটের উৎসব
দ্যুতিহীন শহিদের এপিটাফ
মাতৃস্তন থেকে মুখ সরিয়ে নেয় শিশুদল
ললিপপ চুষে চুষে
‘হিকরি ডিকরি ডক’ ছড়া কেটে হেঁটে যায়
তাদের হৃদয়ে বেড়ে ওঠে অপুষ্পক উদ্ভিদ
প্রজন্মকাতর হয়ে
এক অশীতিপর অপেক্ষায় থাকে-
শিশুদের শোনাবে ফাগুনের সেই গল্প।
