Logo
Logo
×

একুশের বিশেষ আয়োজন

বাংলা মায়ের ছেলে

Icon

রিয়াজ উদ্দিন

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বছর ঘুরে রক্ত ভেজা

ফেব্রুয়ারি এলে

দুখিনী মা খুঁজতে থাকেন

হারিয়ে যাওয়া ছেলে।

পণ ছিল তার আনবে বাংলা

উর্দু ছুড়ে ফেলে

প্রাণের ভাষায় বলবে কথা

খেলবে দামাল ছেলে।

ভাষার ডাকে বেরিয়ে গেল

খাবার থালা ফেলে

সেই থেকে মা তাকিয়ে থাকেন

ঘরের দুয়ার মেলে।

একুশ তারিখ মিছিলে যায়

ভাষার কথা বলে

সালাম বরকত রফিক জব্বার

ছিল তাদের দলে।

ফিরলনা আর খোকন সোনা

মায়ের আঁচল তলে

তাই তো মায়ের বুকটি ভাসে

দুই নয়নের জলে।

বলবে মাকে খোকার খবর

তোমরা কোথাও পেলে

ভাষার জন্য জীবন দিল

বাংলা মায়ের ছেলে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম