জাতীয় হ্যান্ডবল কাল শুরু
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ১১ নভেম্বর ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
৩৩ দল নিয়ে আগামীকাল শুরু হচ্ছে এক্সিম ব্যাংক জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা। শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়াম, শেখ রাসেল রোলার স্কেটিং স্টেডিয়াম ও পল্টন আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে খেলাগুলো। আটটি গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। ১২ জানুয়ারি মহিলা হ্যান্ডবলের খেলা শুরু হবে। প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ইন্সিওরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। এক্সিম ব্যাংকের পরিচালক নুরুল আমিন ফারুক উপস্থিত থাকবেন। রোববার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।
