Logo
Logo
×

খেলা

ফাইনালে আলভী

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ১১ জানুয়ারি ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে বালক এককের ফাইনালে উঠেছে মাহাদী হাসান আলভী। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সেমিফাইনালে ৬-৪ ও ৬-১ গেমে ইরানের আনিরাইল গাফভামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আলভী। এই প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ।

এছাড়া বালক দ্বৈতে বাংলাদেশের রোমান হোসেন ও পাকিস্তানের হামিদ ইরাল গুল জুটি ৩-৬, ৭-৬ ও ১০-৮ পয়েন্টে নেপালের আরভান গিরি ও আরাভ হাদা জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম