|
ফলো করুন |
|
|---|---|
আইটিএফ এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিসে বালক এককের ফাইনালে উঠেছে মাহাদী হাসান আলভী। শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সেমিফাইনালে ৬-৪ ও ৬-১ গেমে ইরানের আনিরাইল গাফভামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে আলভী। এই প্রথম টুর্নামেন্টের ফাইনালে উঠল বাংলাদেশ।
এছাড়া বালক দ্বৈতে বাংলাদেশের রোমান হোসেন ও পাকিস্তানের হামিদ ইরাল গুল জুটি ৩-৬, ৭-৬ ও ১০-৮ পয়েন্টে নেপালের আরভান গিরি ও আরাভ হাদা জুটিকে হারিয়ে ফাইনালে উঠেছে।
