Logo
Logo
×

খেলা

আরেক কন্যার বাবা হলেন সাকিব

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। বাংলাদেশ সময় শুক্রবার বিকাল ৪টার দিকে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার সুখবর পান এ বাঁ-হাতি অলরাউন্ডার। স্ত্রী উম্মে আহমেদ শিশির ও কন্যা সন্তান দু’জনই সুস্থ আছে। যুক্তরাষ্ট্রে সাকিব-শিশিরের দ্বিতীয় কন্যা সন্তান জন্ম নেয়ার খবরটি নিশ্চিত করেছেন সাকিবের মা শিরিন আকতার। কাল তিনি বলেন, ‘খবর পেয়েছি বিকাল ৪টার (শুক্রবার) দিকে। সাকিব তখন হাসপাতালেই ছিল। মা ও সন্তান দু’জনই সুস্থ আছে। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।’ ২০১২ সালের ১২ ডিসেম্বর সাকিব ও শিশিরের বিয়ে হয়। এরপর ২০১৫ সালে প্রথম সন্তানের বাবা হন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রী ও বড় মেয়ের পাশে থাকার জন্য কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রে যান সাকিব। সাকিবের বড় মেয়ে পাঁচ বছর বয়সী আলাইনার জন্মও যুক্তরাষ্ট্রে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম