মুশফিকের অনুশীলন থেমে নেই
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের কারণে লকডাউন অবস্থায় দিন কাটাচ্ছেন ক্রিকেটাররা। এরই মাঝে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। তবে থেমে নেই জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিমের অনুশীলন। এরআগে রোজা রেখে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন মুশফিক। শনিবার প্রথম রোজার দিনে ঘরে বসে জিম করার ছবি পোস্ট করেছেন এ উইকেটকিপার-ব্যাটসম্যান।
অখণ্ড অবসরে নিজেকে ফিট রাখতে প্রাণান্ত পরিশ্রম করে যাচ্ছেন মুশফিক। রোজার কারণে অনুশীলন বন্ধ রাখার পক্ষে নন তিনি। ভিডিওর ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘রোজা কোনো অজুহাত হতে পারে না। আলহামদুলিল্লাহ রোজা রেখেছি এবং কঠোর পরিশ্রম করছি। সবাই নিরাপদে বাড়িতে থাকুন এবং একে অপরের জন্য দোয়া করুন।’
