Logo
Logo
×

খেলা

সাকিবদের পথে সাইফউদ্দিনরা

করোনা সংকট মোকাবেলায় সহায়তার জন্য নিলামে ক্রিকেট স্মারক তোলার সিদ্ধান্ত

Icon

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনাকালে দুস্থদের পাশে দাঁড়াতে সবার আগে ব্যাট নিলামে তোলার ঘোষণা দেন মুশফিকুর রহিম। সাকিব আল হাসান সিদ্ধান্ত নিয়েই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ব্যাট নিলামে তুলে ২০ লাখ টাকা পেয়েছেন। এরপর নিজের ব্যাট ও অন্য স্মারক নিলামে তোলার কথা জানিয়েছেন মাশরাফি মুর্তজা, মোহাম্মদ আশরাফুল। অন্য খেলোয়াড়রাও নিজেদের প্রিয় খেলার সরঞ্জাম নিলামে

তুলছেন। এবার করোনাভাইরাস মোকাবেলায় অসহায়দের পাশে দাঁড়াতে স্মারক নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, সৌম্য সরকার ও মোহাম্মদ সাইফউদ্দিন। নিলাম থেকে পাওয়া অর্থ করোনা সংকট কাটাতে দুস্থদের সহযোগিতায় ব্যয় করা হবে। ‘অকশন ফর অ্যাকশন’ অনলাইন প্ল্যাটফর্ম তাদের স্মারক নিলামে তুলবে। রোববার এ তথ্য দিয়েছেন ‘অকশন ফর অ্যাকশন’-এর কো-ফাউন্ডার প্রীত রেজা। তিনি বলেছেন, ‘হ্যাঁ, তারা তাদের স্মারক আমাদের প্ল্যাটফর্ম থেকেই নিলামে তুলছেন।’

অকশন ফর অ্যাকশনের প্ল্যাটফর্ম ব্যবহার করে বুধবার সাকিব নিজের বিশ্বকাপে খেলা ব্যাট বিক্রি করেছেন। তার আগে মুশফিক দেশের হয়ে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলবেন বলে জানান। মোহাম্মদ আশরাফুলও একই পথে হাঁটছেন। অভিষেক টেস্টে সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়া ব্যাট নিলামে তুলবেন তিনি। দাম হাঁকা শুরু হবে ১৫ লাখ টাকা দিয়ে। ২০০৫ সালে কার্ডিফে যে ব্যাটে অসিদের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন সেটিও নিলামে তুলবেন সাবেক এই টাইগার অধিনায়ক।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম