|
ফলো করুন |
|
|---|---|
করোনার কারণে ভারতে চতুর্থ দফা বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। এই ঘোষণার সঙ্গে কিছুটা শিথিলতা আনা হয়েছে ক্রীড়াক্ষেত্রে। খেলাধুলা শুরুর অনুমতি মিললেও স্টেডিয়ামগুলো দর্শকশূন্যই থাকছে। মানে ইভেন্টগুলো হতে হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। এতে করে আইপিএল মাঠে গড়ানোর সম্ভাবনা দেখা দিয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে এখনই আইপিএল নিয়ে সিদ্ধান্ত নিতে নারাজ বিসিসিআই। কারণ আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। নতুন করে আয়োজন করতে হলে আবার সূচি নির্ধারণ করা প্রয়োজন। তাছাড়া শিথিল করতে হবে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিও।
ভারতে নতুন করে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ৩১ মে পর্যন্ত। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘স্পোর্টস কমপ্লেক্স ও স্টেডিয়ামগুলো খোলার অনুমতি দেয়া হয়েছে। তবে দর্শক থাকতে পারবে না।’ এছাড়া ভিড়ও করতে দেয়া যাবে না।
স্টেডিয়াম খুলে দেয়ার ঘোষণা দিলেও অভ্যন্তরীণ বিমান চলাচলে এখনও বিধিনিষেধ রয়েছে। ফলে এখনই ক্রিকেট শুরু করা যাচ্ছে না। আন্তর্জাতিক ভ্রমণেও নিষেধাজ্ঞা থাকায় আইপিএল নিয়ে অনিশ্চয়তা থাকছেই। এ বছর আইপিএল আয়োজন সম্ভব কি না এমন প্রশ্নে বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল ক্রিকইনফোকে বলেছেন, ‘এখনই কিছু বলা যাচ্ছে না। ক্রিকেট সূচিতে আগে একটি উইন্ডো বের করতে হবে।’
