Logo
Logo
×

খেলা

সাউদাম্পটন টেস্ট

ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড-জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড-জয়

দিনের শুরুতেই ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থামে ৩১৩ রানে। তাতে জয়ের জন্য সাউদাম্পটন টেস্টের চতুর্থ ইনিংসে ঠিক ২০০ রানের লক্ষ্য পায় ওয়েস্ট ইন্ডিজ। এর আগে টেস্টে ২০০ বা এর চেয়ে ছোট লক্ষ্য তাড়া করতে নেমে কখনও হারেনি ক্যারিবীয়রা। রোববার শেষদিনে ছোট লক্ষ্যটাই উইন্ডিজের জন্য প্রায় হিমালয় বানিয়ে ফেলেছিলেন বারবাডোজে জন্ম নেয়া ইংলিশ পেসার জফরা আর্চার। তার তোপের মুখে ২৭ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অতিথিরা। চতুর্থ উইকেটে ৭৩ রানের জুটি গড়ে উইন্ডিজকে ম্যাচে ফেরান রোস্টন চেজ (৩৭) ও জার্মেইন ব্ল্যাকউড। দলীয় ১০০ রানে চেজকে ফিরিয়ে এ জুটিও ভাঙেন আর্চার। তার আগুনে বোলিংই যা 
একটু আশার আলো দেখাচ্ছিল ইংল্যান্ডকে। তবে ব্ল্যাকউড বীরত্বের সামনে অসহায় হয়ে পড়েন ইংলিশ পেসাররা। শন ডওরিচের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান ব্ল্যাকউড। মাত্র পাঁচ রানের জন্য ব্লাকউড (৯৫) সেঞ্চুরি মিস করলেও চার উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। এ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।
আগেরদিন শেষ বিকেলে ধস না নামলে ওয়েস্ট ইন্ডিজকে আরও বড় লক্ষ্য দিতে পারত ইংল্যান্ড। চতুর্থ উইকেটে জ্যাক ক্রলি (৭৬) ও বেন স্টোকসের (৪৬) ৯৮ রানের জুটি বড় সংগ্রহের পথেই এগিয়ে নিচ্ছিল স্বাগতিকদের। কিন্তু এই জুটি ভাঙতেই পথ হারায় ইংল্যান্ড। দিনের শেষ ঘণ্টায় মাত্র ৩৫ রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। কাল আট উইকেটে ২৮৪ রানে শেষদিন শুরু করা ইংল্যান্ড অবশিষ্ট দুই উইকেটে আরও ২৯ রান যোগ করে। জফরা আর্চারের ঝড়ো ২৩ রানের ইনিংস 
থামে ৩১৩ রানে। শেষ দুটি উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন ম্যাচসেরা শ্যানন গ্যাব্রিয়েল। প্রথম ইনিংসেও চার উইকেট নিয়েছিলেন উইন্ডিজের এ গতিময় পেসার। চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২০০ রানের লক্ষ্য তাড়ায় গতির ঝড়ে শুরুতে উইন্ডিজও এলোমেলো হয়ে গিয়েছিল। প্রথম স্পেলে রীতিমতো আগুন ঝরিয়েছেন আর্চার। ইনিংসের দ্বিতীয় ওভারেই আর্চারের ইয়র্কারে পায়ের পাতায় চোট পেয়ে আহত অবসরে যান ক্যারিবীয় ওপেনার জন ক্যাম্পবেল। এরপর টানা দুই ওভারে দুর্দান্ত দুটি ডেলিভারিতে ক্রেগ ব্রাফেট ও শামারা ব্রুকসকে ফেরান আর্চার। সেই ধাক্কা সামলে ওঠার আগেই মার্ক উডের বলে বোল্ড শাই হোপ। কিন্তু ২৭ রানে তিন উইকেট হারানো উইন্ডিজকে পথ হারাতে দেননি জার্মেইন ব্ল্যাকউড। তার লড়াকু ফিফটিতে ঘুরে দাঁড়ায় ক্যারিবীয়রা।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড প্রথম ইনিংস ২০৪।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস ৩১৮।
ইংল্যান্ড দ্বিতীয় ইনিংস ৩১৩ (ররি বার্নস 
৪২, ডম সিবলি ৫০, জো ডেনলি ২৯, জ্যাক ক্রলি ৭৬, বেন স্টোকস ৪৬, জফরা আর্চার ২৩। শ্যানন গ্যাব্রিয়েল ৫/৭৫, রোস্টন চেজ ২/৭১, আলজারি জোসেফ ২/৪৫)।
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস ২০০/৬ 
(রোস্টন চেজ ৩৭, জার্মেইন ব্ল্যাকউড 
৯৫, শন ডওরিচ ২০, জেসন হোল্ডার ১৪*। জফরা আর্চার ৩/৪৫, বেন স্টোকস ২/৩৯)।
ফল : ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শ্যানন 
গ্যাব্রিয়েল (ওয়েস্ট ইন্ডিজ)।
 

ইংল্যান্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম