রোনাল্ডোয় রক্ষা জুভেন্টাসের
জুভেন্টাস ২ : ২ আতালান্তা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আগের ম্যাচে এসি মিলানের বিপক্ষে দুই গোলে এগিয়ে গিয়েও বিস্ময়করভাবে হেরে বসেছিল জুভেন্টাস। সেই দুঃস্মৃতি টাটকা থাকতেই আরেকটি হারের শঙ্কা চেপে ধরেছিল তুরিনের বুড়িদের। ঘরের মাঠে দু’বার পিছিয়ে পড়া জুভেন্টাসকে শেষ পর্যন্ত বাঁচিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পেনাল্টি থেকে জোড়া গোল করে দলকে এনে দিয়েছেন স্বস্তির ড্র। শনিবার সেরি-এ লিগে চার গোলের রোমাঞ্চকর ম্যাচে এ মৌসুমের চমক আতালান্তার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে জুভেন্টাস। পয়েন্ট ভাগাভাগি করেও অবশ্য শিরোপা দৌড়ে আরও এগিয়ে গেছে মাউরিসিও সারির দল। কারণ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিও ২-১ গোলে হেরেছে সাসসুয়োলোর কাছে। টানা তৃতীয় হারে শিরোপা রেস থেকে ছিটকে যাওয়ার পথে ল্যাজিও। ৩২ ম্যাচ শেষে ল্যাজিওর (৬৮) চেয়ে আট পয়েন্টে এগিয়ে গেছে জুভেন্টাস (৭৬)। অন্যদিকে ৬৭ পয়েন্ট নিয়ে ল্যাজিওর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তিনে থাকা আতালান্তা।
টানা নয় জয়ের পর পয়েন্ট হারানো আতালান্তা বরাবরের মতোই চিত্তাকর্ষক ফুটবল উপহার দিয়েছে। বল পজিশনে এগিয়ে থেকে একের পর এক আক্রমণে জুভেন্টাসকে কাঁপিয়ে দিয়েছিল তারা। দু’বার এগিয়েও যায় আতালান্তা। ১৬ মিনিটে প্রথম গোলটি করেন কলম্বিয়ান ফরোয়ার্ড দুভান জাপাতা। ৮১ মিনিটে লুইস মুরিয়েলের পাস থেকে আতালান্তাকে দ্বিতীয়বার এগিয়ে দেন মিডফিল্ডার মালিনোভস্কি। দু’বারই হ্যান্ডবলের সুবাদে পাওয়া পেনাল্টি থেকে জুভেন্টাসকে সমতায় ফেরান রোনাল্ডো। ৫৫ মিনিটে স্বাগতিকদের প্রথম পেনাল্টি উপহার দেন মার্টেন ডেরন। আর ৯০ মিনিটে মুরিয়েলের হ্যান্ডবল থেকে আসে দ্বিতীয় পেনাল্টি। এ মৌসুমে সেরি-এ লিগে ২৮ গোলের ১১টিই পেনাল্টি থেকে করেছেন রোনাল্ডো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়েই যা সর্বোচ্চ। একটি রেকর্ডও গড়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড। সেরি-এ লিগে টানা ১৮ ম্যাচে গোল করা না করানো প্রথম খেলোয়াড় রোনাল্ডো। শেষ ১৮ ম্যাচে ২৩ গোল করার পাশাপাশি পাঁচটি গোল বানিয়ে দিয়েছেন রোনাল্ডো।
