|
ফলো করুন |
|
|---|---|
বরাবরের মতো নয় চলতি মৌসুম। করোনাভাইরাসের থাবায় ফুটবলে স্বাভাবিক থাকেনি অনেক কিছুই। অনেক সংশয়ের মধ্যে ২০২০ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’। ফরাসি লিগের মতোই বাতিল হয়ে গেল ব্যালন ডি’অর। নিজেদের ওয়েবসাইটে সোমবার এক বিবৃতিতে সিদ্ধান্তটি জানায় ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ। ১৯৫৬ সালে পুরস্কারটি দেয়া শুরুর পর থেকে ৬৪ বছরের ইতিহাসে এবারই প্রথম এটি দেয়া হবে না।
ফ্রান্স ফুটবলের আয়োজনে সাংবাদিকদের ভোটে বছরের সেরা ফুটবলারকে পুরস্কৃত করা হয়। তবে বিজয়ী বেছে নিতে যে সময় ধরা হয় এর মাঝে শেষ হয়ে যায় ক্লাব ফুটবল মৌসুম। কিন্তু এবার তা হয়নি। গত মার্চ থেকে স্থগিত হয়ে যায় প্রায় সব ধরনের ফুটবল। স্বাস্থ্যঝুঁকির কথা ভেবে মৌসুম বাতিল করে লিগ ওয়ান কর্তৃপক্ষ। প্রায় তিন মাসের বিরতি শেষে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের বাকি চারটি মাঠে গড়ালেও, তা স্বাভাবিকভাবে হয়নি।
