|
ফলো করুন |
|
|---|---|
চোটের জন্য খেলা হয়নি কিছু ম্যাচ। পারফরম্যান্সে ছিল বিরল ওঠা-নামা। তারপরও লা লিগায় গোল করা ও করানোয় সবার চেয়ে এগিয়ে লিওনেল মেসি। হতাশার মৌসুমেও জোড়া রেকর্ড গড়লেন বার্সেলোনা অধিনায়ক। আবারও জিতলেন লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার- পিচিচি ট্রফি। সঙ্গে গড়েছেন এক মৌসুমে সর্বোচ্চ অ্যাসিস্টের নতুন রেকর্ড।
টানা চতুর্থ আসরে পিচিচি ট্রফি জিতলেন মেসি। সব মিলিয়ে সপ্তমবার জিতে ছাড়িয়ে গেলেন সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড তেলমো জারাকে। ১৯৪৫ থেকে ১৯৫৩ সালের মধ্যে মোট ছয়বার পিচিচি জিতে রেকর্ড গড়েছিলেন অ্যাথলেটিকো বিলবাওয়ের এই কিংবদন্তি। গত মৌসুমে জারাকে স্পর্শ করা মেসি তাকে ছাড়িয়ে গেলেন প্রথম সুযোগেই। তার হাত ধরে ১২ বছর পর ৩০ এর নিচে গোল করেও কেউ জিতল পিচিচি ট্রফি। শেষ রাউন্ডের ম্যাচে রোববার আলাভেসের বিপক্ষে ৫-০ ব্যবধানে জেতা ম্যাচে জোড়া গোল করেন মেসি। এ নিয়ে আসরে ৩৩ ম্যাচ খেলে ২৫ গোল করলেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ২১ গোল রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমার। তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা চার মৌসুমে পিচিচি ট্রফি জিতলেন মেসি। ১৯৫৫-৫৬ মৌসুম থেকে চার আসরে জিতে কীর্তি গড়েন রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন ফরোয়ার্ড আলফ্রেদো ডি স্টেফানো।
পরে এই রেকর্ডে ভাগ বসান মেক্সিকোর সাবেক স্ট্রাইকার হুগো সানচেজ। ১৯৮৪-৮৫ মৌসুমে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে প্রথম এই ট্রফি জেতেন তিনি। পরের তিন মৌসুমে জেতেন রিয়াল মাদ্রিদের হয়ে।
২০১৬-১৭ মৌসুম থেকে টানা জিতে চলেছেন মেসি। আগামী মৌসুমে তার সামনে সুযোগ রেকর্ড একার করে নেয়ার। শেষ ম্যাচে জোড়া গোলের পাশাপাশি একটি গোল বানিয়ে দেন মেসি। এবারের লিগে এটি তার ২১তম অ্যাসিস্ট। এর আগে লা লিগায় এক মৌসুমে সর্বোচ্চ ২০টি অ্যাসিস্টের রেকর্ড ছিল মেসির সাবেক বার্সা সতীর্থ জাভি হার্নান্দেজের। ২০০৮-০৯ মৌসুমে জাভির গড়া সেই রেকর্ড এবার ভেঙে দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তবে রিয়াল মাদ্রিদের কাছে লিগ শিরোপা হারানোয় ব্যক্তিগত অর্জনে কোনো তৃপ্তি খুঁজে পাচ্ছেন না মেসি। আগের ম্যাচে ওসাসুনার বিপক্ষে হারের পর দলের কড়া সমালোচনা করেছিলেন মেসি। পরিবর্তনের ডাক দিয়ে বলেছিলেন, পারফরম্যান্সের উন্নতি করতে না পালে চ্যাম্পিয়ন্স লিগেও হারতে হবে। নাপোলির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি ম্যাচের আগে দলের খেলায় পরিবর্তনের ছাপ দেখে এখন আবার আশার আলো দেখছেন বার্সেলোনা অধিনায়ক, ‘আমরা সবাই নিজেদের পর্যবেক্ষণ করেছি এবং আত্মসমালোচনা করেছি। অনেক কিছুই বুঝেছি। আমাদের মৌসুমটা ভালো যায়নি তবে আমরা যা করতে চাই, সে পথে একধাপ এগিয়েছি আজ (রোববার)। চ্যাম্পিয়ন্স লিগের আগে বিরতিটা আমাদের মাথা পরিষ্কার করার সুযোগ দেবে। যা বলার দরকার ছিল, আমরা বলেছি। আর কিছু বলার দরকার নেই, এখন সেটা মাঠে দেখানোর পালা।’
