|
ফলো করুন |
|
|---|---|
আগের রাউন্ডে শিরোপা উৎসবের আনুষ্ঠানিকতা সেরে ফেললেও লা লিগায় শেষটা মধুর হল না রিয়াল মাদ্রিদের। দু’বার এগিয়ে গিয়েও জিততে পারল না তারা। উজ্জীবিত পারফরম্যান্সে লিগ চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে লেগানেস। অবশ্য ফেভারিটদের বিপক্ষে এমন ড্রয়ের পরও অবনমনের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। লেগানেসের মাঠ থেকে রোববার রাতে লিগের শেষ ম্যাচে ২-২ গোলে ড্র করে ফিরেছে জিনেদিন জিদানের দল। তিনদিন আগে ভিয়ারিয়ালকে হারিয়ে শিরোপা জেতা ম্যাচের দলে সাতটি পরিবর্তন এনে খেলতে নামে রিয়াল। শুরুতে সের্গিও রামোসের গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ব্রায়ান গিল। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কো আসেনসিওর গোলে সফরকারীরা আবার এগিয়ে যাওয়ার পর লেগানেস ফের সমতায় ফেরে রজার আসালের গোলে।
দুই মৌসুম পর লিগ শিরোপা ঘরে তোলা রিয়াল ম্যাচের পাঁচ মিনিটেই এগিয়ে যেতে পারত। প্রায় ৩০ গজ দূর থেকে ফেদে ভালভেরদের নেয়া জোরালো শট বাঁক খেয়ে জালে ঢুকতে যাচ্ছিল। ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান গোলকিপার। এর চার মিনিট পরেই এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। ইসকোর ক্রস ডি-বক্সে পেয়ে হেডে ঠিকানা খুঁজে নেন রামোস। আসরে স্প্যানিশ সেন্টার-ব্যাকের এটি ১১তম গোল। একুশ শতকে লা লিগায় কোনো ডিফেন্ডারের এক মৌসুমে সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড এটি।
প্রথমার্ধের যোগ করা সময়ে দারুণ এক গোলে সমতা টানে অবনমনের শঙ্কায় খেলতে নামা লেগানেস। বাঁ-দিক থেকে জোনাথন সিলভার বাড়ানো ক্রস প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান গিল।
৫২ মিনিটে আবারও এগিয়ে যায় রিয়াল। ইসকোর পাস থেকে গোলটি করেন আসেনসিও। আবারও পিছিয়ে পড়ার পর বেশ কয়েকটি ভালো আক্রমণ করে লেগানেস। তবে থিবো কুর্তোয়ার পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া রিয়ালের ফরাসি গোলকিপার আলফুঁস আরিওলাকে পরাস্ত করতে পারছিল না দলটি। চাপ ধরে রেখে ৭৮ মিনিটে আসালের গোলে দ্বিতীয় দফায় সমতা টানে লেগানেস। বাকি সময়েও বেশ কয়েকটি ভালো আক্রমণ করে তারা, কিন্তু কাজে লাগাতে পারেনি সুযোগ। করোনাভাইরাস বিরতির পর টানা ১০ ম্যাচ জিতে শিরোপা পুনরুদ্ধার করা রিয়াল শেষে এসে পয়েন্ট হারাল। ৩৮ ম্যাচে তাদের পয়েন্ট ৮৭। আলাভেসের মাঠে ৫-০ গোলে জেতা বার্সেলোনা ৮২ পয়েন্ট নিয়ে দুইয়ে থেকে লিগ শেষ করেছে।
শীর্ষে চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়া বাকি দুই দল হল অ্যাটলেটিকো মাদ্রিদ (৭০) ও সেভিয়া (৭০)। আর অবনমন হওয়া তিন দল হল- লেগানেস, মায়োর্কা ও এস্পানল।
এদিকে লিগ শেষ হলেও রিয়ালের মৌসুম এখনও শেষ হয়নি। আগামী ৭ আগস্ট ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি ম্যাচ আছে রিয়ালের। ঘরের মাঠে ২-১ গোলে প্রথম লেগ হারায় ফিরতি ম্যাচে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে তাদের। তবে এখনই এ নিয়ে ভাবতে চান না রিয়াল বস জিদান, ‘ফাইনালে ওঠার জন্য শেষ বিন্দু দিয়ে লড়ব আমরা। কিন্তু এখন চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবতে হবে না। এখন বিশ্রাম নেয়ার ও শক্তি সঞ্চয়ের সময়। আমাদের একটু দম নেয়ার সুযোগ হয়েছে। আমরা সেটাই করব। চার-পাঁচদিন পর আমরা চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ভাবব। কোনো চিন্তা বা চাপ নেই।’
