Logo
Logo
×

খেলা

চেলসি-আর্সেনাল ফাইনাল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

অলিভিয়ের জিরুদ চেলসিকে এগিয়ে দেয়ার পর ব্যবধান দ্বিগুণ করলেন ম্যাসন মাউন্ট। আত্মঘাতী গোলে ম্যানচেস্টার ইউনাইটেড পড়ল আরও পিছিয়ে। শেষদিকে পেনাল্টি থেকে গোল পেলেও রক্ষা হয়নি উলে গুনার সুলশারের দলের। ম্যানইউকে হারিয়ে এফএ কাপের ফাইনালে উঠেছে চেলসি।

ওয়েম্বলি স্টেডিয়ামে রোববার প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে ৩-১ গোলে জিতেছে ফ্র্যাংক ল্যাম্পার্ডের দল। ম্যানইউর হ্যারি ম্যাগুইয়ার করেন আত্মঘাতী গোল। ব্যবধান কমানো গোলটি ব্রুনো ফার্নান্দেজের। এফএ কাপে সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমের ফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার ম্যানইউকে ১-০ গোলে হারিয়ে নিজেদের অষ্টম শিরোপা জিতেছিল চেলসি। আগামী ১ আগস্ট শিরোপা নির্ধারনী লড়াইয়ে আর্সেনালের মুখোমুখি হবে চেলসি। প্রথম সেমিফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে ২-০ গোলে হারায় গানাররা।

দ্বিতীয় সেমিতে নিজেদের খেলোয়াড়রাই ডুবিয়েছে ম্যানইউকে। প্রথম দুটি গোল তারা হজম করে গোলকিপার ডেভিড ডি গেয়ার ভুলে। এরপর আত্মঘাতী গোল। প্রথমার্ধে দুই দলের খেলায় ছিল না আক্রমণের ধার। এ অর্ধের যোগ করা সময়ে জিরুদের দারুণ গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে ল্যাম্পার্ডের দল। ২৫ গজ দূর থেকে মাউন্টের নিচু শট জালে জড়ায়। কাছাকাছি থাকলেও তালগোল পাকিয়ে বল আটকাতে পারেননি ডি গেয়া। মাগুইয়ারের ৭৪ মিনিটের আত্মঘাতী গোলে ম্যানইউর ঘুড়ে দাঁড়ানোর পথটা আরও কঠিন হয়ে যায়। আলোনসোর ক্রস ফেরাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান এই ইংলিশ ডিফেন্ডার। ৮৫ মিনিটে ফার্নান্দেজ স্পট কিক থেকে ব্যবধান কমান। ডি-বক্সে মার্শাল ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম