ফিটনেসের প্রতি জোর মৌসুমীর
স্পোর্টস রিপোর্টার
প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের সংক্রমণ রোধে বন্ধ দেশের সব খেলাধুলা। দীর্ঘদিন পর মেয়েদের ফুটবল লিগ শুরু হলেও চার মাসেরও বেশি সময় ধরে বন্ধ আছে এই লিগ। মেয়েদের অনুশীলন অবশ্য থেমে নেই। যেমনটি করছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী। তার কথা, ‘বাড়িতে ফিটনেস ধরে রাখাটা খুব কঠিন। কারণ ব্যায়াম করার মতো পর্যাপ্ত জায়গা এখানে নেই। তাই আমাদের কোচের (গোলাম রব্বানী ছোটন) নির্দেশনা অনুযায়ী ডায়নামিক স্ট্রেচিং, কোর এক্সারসাইজগুলো করে নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। কখনও কখনও বাড়ির কাছাকাছি জিমে গিয়ে দৌড়াই, সাইক্লিংও করি।’ তিনি যোগ করেন, ‘ফিটনেস ধরে রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। আবার যখন খেলা শুরু হবে, তখন যেন ফিট হয়েই মাঠে নামতে পারি।’
আয়োজক হতে চায় বাংলাদেশ
আগামী বছর এএফসির দুটি নারী ফুটবল টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ। আসর দুটি এএফসি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ এর বাছাইপর্ব। ১৩-২১ মার্চ এএফসি অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ ও ৩-১১ এপ্রিল এএফসি অনূর্ধ্ব-১৭ এর বাছাইপর্বের আয়োজক হওয়ার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আবেদন করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছে। অ-২০ টুর্নামেন্টের জন্য কক্সবাজার এবং অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতার জন্য সিলেট স্টেডিয়ামকে বিবেচনা করেছে বাফুফে। যদিও গত আসরে অনূর্ধ্ব-২০ নারী দলকে নিবন্ধন করায়নি বাফুফে।
