Logo
Logo
×

খেলা

সাইফের কাছে হার আবাহনীর

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

শিরোপা আগেই হাতছাড়া হয়েছে। রানার্সআপ হওয়ার দৌড়েও পিছিয়ে পড়ছে ঢাকা আবাহনী। শুক্রবার প্রিমিয়ার ফুটবল লিগের ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাব ৩-২ গোলে হারায় আবাহনীকে।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৪৩ মিনিটে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। অধিনায়ক জামাল ভূঁইয়ার বাড়ানো বল ধরে নাইজেরিয়ান ফরোয়ার্ড জন ওকোলির কাট ব্যাকে বল পান ইকেচুকু কেনেথ। আলতো ছোঁয়ায় বল পাঠান জালে (১-০)। মিনিটদুয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন ওকোলি। রহিম উদ্দিনের পাসে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া শটে বল জালে জড়ান এই নাইজেরিয়ান (২-০)। ৭৬ মিনিটে আবাহনী গোল পায়। সাইফের রক্ষণে জটলা থেকে বল জালে জড়ান বেলফোর্ট (১-২)। মিনিটদুয়েকের মধ্যে বাঁ প্রান্ত দিয়ে দিপক রায়ের কাট ব্যাক থেকে পাওয়া বল ফাঁকায় দাঁড়ানো জুয়েল রানা সহজে বল জালে জড়ান (২-২)। ম্যাচে সমতা আনে আবাহনী। ৮১ মিনিটে মাঠে বাঁ প্রান্ত দিয়ে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস থেকে পাওয়া বলে লক্ষ্যভেদ করেন কেনেথ (৩-২)।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম