জুনিয়র এশিয়া কাপ হকি বাতিল
চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট ডিসেম্বরে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
করোনা সংক্রমণের জেরে পেছাতে পেছাতে অবশেষে বাতিলই হয়ে গেল জুনিয়র (অনূর্ধ্ব-২১) এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। এদিকে তিন দফা পিছিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্ট ডিসেম্বরে নিয়ে যাওয়া হয়েছে। দুটি আসরের আয়োজকই ছিল বাংলাদেশ। বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি এবং এশিয়ান হকি ফেডারেশনের সদস্য আবদুর রশিদ শিকদার বলেন, ‘এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ডিসেম্বরে হবে। প্রাথমিকভাবে ১২ থেকে ২২ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।’
তিনি যোগ করেন, ‘জুনিয়র এশিয়া কাপ বাতিল করায় বিশ্বকাপে এশিয়া থেকে কোটাপ্লেসের মাধ্যমে দল নির্ধারণ
হবে। তবে আমার জানা মতে, কোন চার দল কোটায় সুযোগ পাবে, তা এখনো ঠিক করা হয়নি।’
সূত্রে জানা যায়, পাকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়াকে ইতোমধ্যেই বিশ্বকাপে খেলার সবুজ সংকেত দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। জাপান ও বাংলাদেশ থেকে একটি দল নেওয়া হতে পারে।
