বাগেরহাটের অগ্রযাত্রা রাগবি ক্লাব চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় জেলা ক্লাব রাগবি প্রতিযোগিতায় বাগেরহাটের অগ্রযাত্রা রাগবি ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রানার্সআপ ঢাকার ফ্লেম বয়েজ রাগবি ক্লাব। তৃতীয় ও চতুর্থ হয়েছে যথাক্রমে ফরিদপুর পদ্মার পার রাগবি ক্লাব এবং নড়াইলের ফাইটার্স রাগবি ক্লাব। শনিবার অনুষ্ঠিত ফাইনালে অগ্রযাত্রা ২২-১২ পয়েন্টে ফ্লেম বয়েজকে হারায়। চ্যাম্পিয়ন দল ১০ হাজার ও রানার্সআপ দল পাঁচ হাজার টাকা প্রাইজমানি পায়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পুরস্কার তুলে দেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি ও সাধারণ সম্পাদক মৌসুম আলী।
