বাংলাদেশ সেনাবাহিনী কাবাডিতে চ্যাম্পিয়ন ২৪ পদাতিক ডিভিশন
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ সেনাবাহিনীর কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ২৪ পদাতিক ডিভিশন। বৃহস্পতিবার বিকালে সিলেট সেনানিবাসে অনুষ্ঠিত ফাইনালে তারা ২৮-২৭ পয়েন্টের ব্যবধানে ৫৫ পদাতিক ডিভিশনকে হারায়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল হামিদুল হক এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
প্রতিযোগিতায় রবিউল আউয়াল শ্রেষ্ঠ খেলোয়াড় এবং রবি দাস শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় হওয়ার গৌরব অর্জন করেন। গত ২ অক্টোবর শুরু হওয়া কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।
