|
ফলো করুন |
|
|---|---|
মুজিববর্ষ বিজয় দিবস তায়কোয়ান্দোর সিনিয়র বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্সআপ গাজীপুর। জুনিয়র বিভাগে সিরাজগঞ্জ চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জ রানার্সআপ।
শুক্রবার গুলশান-বাড্ডা তায়কোয়ান্দো ক্লাবে দিনভর খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হেসেন কামাল। প্রতিযোগিতায় দেশের ১২ জেলাসহ বাংলাদেশ সেনাবাহিনী, ধানমন্ডি তায়কোয়ান্দো ক্লাব, মিরপুর ডিওএইচএস তায়কোয়ান্দো ক্লাব, মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও গুলশান-বাড্ডা তায়কোয়ান্দো ক্লাব অংশ নেয়।
