Logo
Logo
×

খেলা

অপরাজিত চ্যাম্পিয়ন নৌবাহিনীর মিনহাজ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মার্সেল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন। নয় খেলায় সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জেতেন তিনি। সাত পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ। নবম রাউন্ডের খেলায় মিনহাজ ও সেখ নাসির ড্র করেন। নয় রাউন্ড সুইস লিগ পদ্ধতির টুর্নামেন্টে অংশ নেন ৬০ জন দাবাড়ু। ১ লাখ ৮০ হাজার প্রাইজমানির প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মিনহাজ ৫০ হাজার এবং রানারআপ সেখ নাসির পেয়েছেন ৩০ হাজার টাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম