কোন পরিকল্পনায় ম্যাচ জিতল শ্রীলংকা
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৭ মে ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কোন পরিকল্পনায় ম্যাচ জিতল শ্রীলংকা, এ নিয়ে সংবাদ সম্মেলনে নিরোশান ডিকভেলা বলেন, ‘প্রথম ইনিংসে তাদের টপঅর্ডার ধুঁকেছে। শুরু থেকে আমরা লাইন ও লেন্থ ঠিক রেখে বল করার চেষ্টা করেছি।
আসিথার (ফার্নান্ডো) গতি আর শর্ট বলের দক্ষতা যে বাংলাদেশকে ভোগাবে, আমরা তা জানতাম।’ তিনি বলেন, ‘মাঠ বড় করে আমরা বোলিং করতে চেয়েছি। সহজে রান দিতে চাইনি। এরপর পরিস্থিতি বুঝে আক্রমণ করেছি।’
ডিকভেলা বলেন, ‘আমরা (শ্রীলংকা) কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। এই জয় মানুষের মনে ইতিবাচক প্রভাব ফেলবে।’ প্রথম ইনিংসে বাংলাদেশ ২৪ রানে পাঁচ উইকেট হারায়। এরপর লিটন দাস ও মুশফিকের সেঞ্চুরি দলকে ৩৬৫ রানের পুঁজি এনে দেয়। জবাবে শ্রীলংকা করে ৫০৬ রান। দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিং ব্যর্থতা। সেখান থেকে আর উঠে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। ১৬৯ রানে অলআউট হয়ে সফরকারীদের ২৯ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। সফরকারীরা তিন ওভারেই ম্যাচ জিতে যায়।
ডিকভেলা বলেন, ‘আগেরবার যখন এসেছিলাম, তখন উইকেট স্পিন সহায়ক ছিল। এবার ভিন্ন উইকেট। মরা উইকেট। ব্যাটারদের জন্য ভালো ছিল। এমন উইকেটেও আমাদের পেসাররা পরিকল্পনা কাজে লাগাতে পেরেছে।’
