Logo
Logo
×

খেলা

মুমিনুলের কোনো বিকল্প নেই বিসিবির হাতে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মুমিনুলের কোনো বিকল্প নেই বিসিবির হাতে

ব্যাট হাতে বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সাম্প্রতিক পারফরম্যান্স সুখকর নয়। শেষ ১০ ইনিংসে তার সর্বোচ্চ স্কোর ৩৭। মাত্র দুবার দুই অঙ্কের রান করেছেন। তিনবার আউট হয়েছেন শূন্যতে। ১০ ইনিংসে রান মাত্র ৭৪।

অভিমানে নেতৃত্ব ছেড়ে দেওয়া মুশফিকুর রহিম আর ওই পথে যেত চান না। তাকে নেতৃত্ব নিতে বলা হয়েছিল। তিনি রাজি হননি। সাদা পোশাকের ক্রিকেটে টিম ম্যানেজমেন্টের প্রথম পছন্দ ছিলেন সাকিব।

কিন্তু তিনি এই ফরম্যাটে নিয়মিত খেলতে অনিচ্ছুক। তামিম শুধু ওয়ানডে নেতৃত্বে মনোনিবেশ করতে চান। মুমিনুলের তাই কোনো বিকল্প নেই বিসিবির হাতে।

টিম ম্যানেজমেন্টের একজন গুরুত্বপূর্ণ সদস্য নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে বলেন, ‘মুমিনুলকে বাধ্য হয়ে নেতৃত্বে রাখতে হচ্ছে। কোনো বিকল্প নেই আমাদের হাতে। তাই তার সমালোচনা না করে সে যেন ভালো করে, তার জন্য তাকে অনুপ্রাণিত করতে হবে।’

বাংলাদেশ দলের টিম ডিরেক্টর ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ বলেন, ‘পারফর্ম না করলে এটা মনে হওয়া স্বাভাবিক যে, নেতৃত্ব বুঝি বোঝা হয়ে গেল। মুমিনুল আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক। পারফর্ম করছে না কেন, তার উত্তর মুমিনুল সবচেয়ে ভালো দিতে পারবে।’

তিনি বলেন, ‘নেতৃত্ব তার পারফরম্যান্সে প্রভাব ফেলছে কি না, এটা একটা বড় প্রশ্ন। যদি সত্যিই প্রভাব ফেলে, তাহলে আমরা তাকে নেতৃত্বে চাই না। আমরা তার ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। সে সময় নিয়ে সেঞ্চুরি করুক, আমরা সেটাই চাই।’

এদিকে বিসিবি সভাপতি মুমিনুলকে নিয়ে বসতে চান। নাজমুল হাসানের ধারণা, মুমিনুল মানসিক চাপে আছেন। তার সঙ্গে খোলামেলা আলোচনার প্রয়োজন। টেস্ট দলকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না মুমিনুল। সাকিবের নিষেধাজ্ঞায় নেতৃত্ব পেয়ে যান। শুরুতে চ্যালেঞ্জও নিয়েছেন মুমিনুল। কিন্তু বারবার খেয়েছেন ধাক্কা। তার নেতৃত্বে নিউজিল্যান্ডের মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। তবে তার ব্যর্থতার পাল্লাই ভারি। অধিনায়ক হওয়ার আগে মুমিনুলের ব্যাটিং গড় ছিল ৬৭ ইনিংসে ৪১.৪৮। অধিনায়ক হওয়ার পর ৩১ ইনিংসে ২৯.৪২ গড়। তবু বিসিবিকে আস্থা রাখতে হচ্ছে মুমিনুলের ওপর।

মুমিনুল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম