|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ব আরচারি স্টেজ-৩ এর রিকার্ভ এককের বাছাইয়ে ২৫তম হলেও দলগত ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল।
বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত পুরুষ দলগতের এলিমিনেশন রাউন্ডের ১/১২ এর খেলায় রোমান সানা, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল ৬-০ সেটে গ্রেড ব্রিটেনের বিপক্ষে জিতলেও ১/৮ এর খেলায় যুক্তরাষ্ট্রের কাছে ০-৬ সেটে হেরে বিদায় নেন।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/১২ খেলায় বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও ফামিদা সুলতানা নিশা) ও ব্রাজিলের খেলা ৪-৪ সেটে ড্র হয়। পরে দুই দলের প্রত্যেকে একটি করে তির ছোড়েন। এতে বাংলাদেশ ২৬-২৫ পয়েন্ট, অর্থাৎ ৫-৪ সেটে ব্রাজিলকে হারিয়ে ১/৮ খেলায় উঠে। কিন্তু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে চাইনিজ তাইপের কাছে ২-৬ সেটে হেরে বিদায় নেন দিয়া সিদ্দিকীরা।
