বরিশাল স্টেডিয়াম হচ্ছে আন্তর্জাতিক মানের
সাইদুর রহমান পান্থ, বরিশাল ব্যুরো
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্যাপক উন্নয়নের মধ্য দিয়ে বরিশাল শহিদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম আন্তর্জাতিক মানে রূপ নিচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের তত্ত্বাবধানে ৪৯ কোটি টাকার কিছু বেশি বরাদ্দে পাঁচটি প্যাকেজে নির্মাণকাজ করা হচ্ছে। কাজ শেষ হলে স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা জানান, প্রায় অর্ধশত কোটি টাকার এই প্রকল্পে আমূল পরিবর্তন আসবে। সুইমিংপুলের সংকটেরও নিরসন হবে। প্রকল্পের আওতায় আন্তর্জাতিক মানসম্মত ক্রিকেট মাঠ, পাঁচটি পিচ, গ্যালারিতে চেয়ার ও আচ্ছাদন নির্মাণ, জিমনেশিয়াম, ইনডোর নেট প্র্যাকটিসের সুবিধা, প্যাভিলিয়ন ভবন, মিডিয়া ভবন, ড্রেসিংরুম, ডরমেটরি, ফ্লাডলাইটসহ একাধিক উন্নয়ন কাজ করা হবে। প্রথম ধাপে পাঁচ প্যাকেজে প্যাভিলিয়ন ভবন ও মিডিয়া ভবন, গভীর নলকূপসহ ডরমেটরি নির্মাণ, ইনডোর নেট প্র্যাকটিসের ব্যবস্থা, খেলোয়াড়দের ড্রেসিংরুম, আন্তর্জাতিক মাঠ তৈরি ও গ্যালারিতে আচ্ছাদন দেওয়ার কাজ শুরু হয়েছে।
বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলো জানান, এই উন্নয়নের ফলে বরিশালে আন্তর্জাতিক খেলাধুলার সুযোগ সৃষ্টি হবে। এখানেও অন্তর্জাতিক খেলাধুলার সুযোগ তৈরি হবে। প্রকল্প পরিচালক মো. শাহ আলম সরদার জানান, আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়াম আন্তর্জাতিক মানে উন্নীত করা এবং জেলা সুইমিংপুলের উন্নয়ন প্রকল্পে ৪৯ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৩ সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হতে দেরি হওয়ার কারণ, কোভিডের কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায়নি। প্রকল্পের কার্যক্রম তদারকিতে আসা প্রকল্প প্রকৌশলী শিবু লাল খাসকেল জনান, ১৬ ধাপের গ্যালারিসংবলিত স্টেডিয়াম আন্তর্জাতিক মানের করতে কাজ শুরু হয়েছে।
বরিশাল জেলা ক্রীড়া সংস্থার যুগ্মসম্পাদক মাহাবুব মোর্শেদ শামীম জানান, বরিশালে অবকাঠামো উন্নয়ন সূচনায় প্রভাব পড়বে খেলাধুলায়, এর ফলে গতি বাড়বে খেলাধুলায়। এ ব্যাপারে বরিশালের জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার জানান, উন্নয়ন কাজ শেষ হলে বরিশাল একটি আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসাবে গড়ে উঠবে।
