|
ফলো করুন |
|
|---|---|
ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত প্রথম টি ২০ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৩ রানে হারিয়ে দিল টিম নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৮৫ রান তোলে। জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল নির্ধারিত ২০ ওভারে খেলে সাত উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান করতে সফল হয়। ফলে মাত্র ১৩ রানে হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। এদিনের ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন নিউজিল্যান্ডের তারকা বোলার মিচেল স্যান্টনার।
এদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা পরবর্তী সময়ে পুরোপুরি ভুল প্রমাণিত হয়েছিল। ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিল নিউজিল্যান্ড। মার্টিন গাপটিল ও ডেভন কনওয়ের ওপেনিং জুটি প্রথম উইকেটে ৬২ রানের চমৎকার পার্টনারশিপ গড়েন। গাপটিল ১৭ বলে ১৬ রান করেন ও কনওয়ে ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলেন। এদিন কনওয়ে চারটি বাউন্ডারি ও দুই ছক্কা মেরে ৪৩ রানের ইনিংস খেলেন। তবে এদিন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন দারুণ প্রত্যাবর্তন করলেন। মাত্র তিন রানের জন্য অর্ধশতরান হাতছাড়া করলেও যতক্ষণ তিনি উইকেটে ছিলেন, ততক্ষণ দারুণ কিছু করে দেখালেন। এদিন কেন উইলিয়ামসন মিডলঅর্ডারে প্রত্যাবর্তন করেন এবং খেলেন দুর্দান্ত একটি ইনিংস। মাত্র ৩৩ বলে চারটি চার ও দুটি ছক্কায় সাজানো ৪৭ রানের ইনিংস খেলেন তিনি। লোয়ার অর্ডারে জিমি নিশাম ১৫ বলে অপরাজিত ৩৩ রান করে নিজের দলকে বড় স্কোরে নিয়ে যান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওডিন স্মিথ ৩২ রানে তিন উইকেট নিয়েছিলেন।
লক্ষ্য তাড়া করতে নেমে দ্রুতই প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র এক রান করে প্যাভিলিয়নে ফেরেন ওপেনার কাইল মেয়ার্স।
