Logo
Logo
×

খেলা

প্রধান কোচ ছাড়াই এশিয়া কাপে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

সম্ভাবনা ছিল টি ২০ দলের জন্য নতুন কোচ ঘোষণার। শেষ পর্যন্ত তা হয়নি। সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘প্রধান কোচ (টি ২০তে) বলতে এখন পর্যন্ত কেউ নেই। এখানে আমাদের ব্যাটিং কোচ, স্পিন কোচ, পেস বোলিং কোচ, ফিল্ডিং কোচ রয়েছে।

আমাদের অধিনায়ক আছে। টি ২০তে টেকনিক্যাল পরামর্শক এসেছে। সে ম্যাচের পরিকল্পনা দেবে। যদি পরিকল্পনা সে দেয়, তাহলে হেড কোচ আর কী করবে প্রধান কোচের তো কোনো কাজ থাকে না।’

এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে দলকে নিয়ন্ত্রণ করবেন জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের টিম ডিরেক্টর (খালেদ মাহমুদ) আছে। জালাল ভাই থাকছেন (ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান)। আমি থাকছি। আর কী’ ডমিঙ্গো প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে যদি প্রধান কোচ থাকেন, তার একটা মতামত থাকে। এখানে আমরা আলাদা করতে চাচ্ছি। অযথা দ্বিধা তৈরি করতে চাই না।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম