|
ফলো করুন |
|
|---|---|
শরীরগঠন ফেডারেশনের উদ্যোগে তিনদিনের শরীরগঠন প্রতিযোগিতা শেষ হয়েছে বৃহস্পতিবার। জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে মেয়েদের ইভেন্টে জিম জোনের আফিয়া জান্নাতুল আনিকা, পুরুষদের ফিজিক ১৬৬ সেমি. উচ্চতায় খিলগাঁও চেরিড্রপসের আনোয়ার মোল্লা, ১৭০ সেমি. উচ্চতায় জিম জোনের রিমন দেওয়ান, ঊর্ধ্ব ১৭০ সেমি. উচ্চতায় ইয়ুথ ফিটনেস জোনের হাসিবুল হাসান শান্ত, পুরুষ বডিবিল্ডিংয়ে ৬০ কেজি ওজন শ্রেণিতে ফিটনেস কেয়ার জিমের মো. সোহেল, ৭০ কেজিতে ইয়ুথ ফিটনেস জোনের খায়রুল আনাম, ৮০ কেজিতে ঢাকা জিমের রঞ্জিত চন্দ্র সরকার এবং ঊর্ধ্ব ৮০ কেজিতে টঙ্গী ফিটনেস ওয়ানের রাকিবুল ইসলাম স্বর্ণ জেতেন। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় শরীরগঠন ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও ওয়ালটনের এফএম ইকবাল বিন আনোয়ার উপস্থিত ছিলেন।
